মূল পাতা মুসলিম বিশ্ব ভারতে ইসরাইলি পণ্য বয়কটের পোস্টার টানানোর দায়ে ৭ মুসলিম গ্রেপ্তার
শেখ আশরাফুল ইসলাম 22 April, 2025 12:42 PM
ভারতের উত্তর প্রদেশের সম্ভাল জেলার নারাউলি শহরে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে পোস্টার লাগানোর দায়ে ৭ জন মুসলিমকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পোস্টারগুলিতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পণ্য বয়কটের আহ্বান ছিল।
রবিবার (২০ এপ্রিল) ভারতের উত্তর প্রদেশের সম্ভাল জেলার নারাউলি শহর থেকে অসীম, সাইফ, রহিস, মাতলুব, ফারদিন, আরমান এবং আরবাজ নামের ৭ মুসলিম যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের স্থানীয় সদস্য নীতিন শর্মা দাবি করেছেন, “এগুলি কেবল পোস্টার নয়। এগুলি একটি ক্ষতিকারক মানসিকতার প্রতীক যা জেলা জুড়ে ছড়িয়ে পড়ছে।”
শর্মা হুমকি দিয়ে বলেন, কর্তৃপক্ষ যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, তাবে বজরং দল এবং অন্যান্য ডানপন্থী গোষ্ঠীগুলি এই ব্যাপারে পদক্ষেপ নেবে। এমনকি আইন হাতে তুলে নেওয়ারও হুমকি দেন উগ্র হিন্দুত্ববাদী এই নেতা।
তবে, কোন ধারায় ওই ৭ মুসলিম ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে পুলিশ এখনও তা নিশ্চিত করেনি।
সূত্র : মুসলিম মিরর